চবির রোকেয়া হলে শিক্ষার্থীর আত্মহত্যা

আজাদী অনলাইন | শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৮:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রোকেয়া খাতুন (২২) নামে এক শিক্ষার্থী।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চবি’র শামসুন্নাহার হলের ২১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরে রুমমেটরা তাকে উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহত রোকেয়া খাতুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, “শিক্ষার্থী আত্মহত্যার বিষয়টি জানার পর আমরা চমেক হাসপাতালে এসেছি। প্রয়োজনীয় মেডিক্যাল প্রসিডিউর শেষ হওয়ার পর মরদেহ নিয়ে যাওয়া হবে। কী কারণে ছাত্রীটি আত্মহত্যা করেছে তা এখনও জানতে পারিনি।”

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “অচেতন অবস্থায় চবি’র এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করার পর রিপোর্ট দেখে তাকে মৃত ঘোষণা করেন।”

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধছোট বোনকে বাঁচাতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল বড় বোনের