চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৯ হাজার ৫৮০ শিক্ষার্থী ফেল করেছেন শতকরা হারে যা ৬১ দশমিক ৩২ শতাংশ।
আজ শনিবার(২০ আগস্ট) বিকেলে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের কাছে ফলাফল হস্তান্তর করেন ‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও চবি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন।
এছাড়া ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ৫৬৯ জন যা শতকরা ৩৮ দশমিক ৬৮ শতাংশ।
এর আগে গত ১৬ আগস্ট দুই শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩৩ হাজার ১৪৯ জন শিক্ষার্থী।
‘এ’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন বলেন, “নির্ভুলভাবে ফলাফল তৈরি করতে কিছুটা সময় লেগেছে। সব প্রক্রিয়া শেষ করে আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হয়েছে।”