চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ১০:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-নাজিরহাট শাখা রেললাইনে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে জ্বালানি তেল সরবরাহ দিয়ে আসার সময় একটি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় ওয়াগন লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। এতে করে এই শাখা রেললাইনে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর শিক্ষার্থী বহনকারী শাটল ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়।

জানা যায়, চট্টগ্রাম-নাজিরহাট শাখা রেললাইনে হাটাহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে জ্বালানি তেল সরবরাহ করে ওয়াগনটি নগরীতে ফিরে আসার পথে অক্সিজেন এলাকায় আসলে লাইনচ্যুত হয়। তবে তেল না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি আন্দোলনের বেলুন আর ফুলাতে পারছে না
পরবর্তী নিবন্ধপটিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু