চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো এক নারীর মৃত্যু

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৮:১১ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত ৪৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। তার নাম মনোয়ারা বেগম বলে জানা গেছে। তিনি সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৫২ রোগী চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে গত ১ আগস্ট আলম আরা বেগম নামে এক নারীর মৃত্যুর খবর দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গুতে মারা যাওয়া মনোয়ারা বেগম গত ৩০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হন। তিনি মারা যান গতকাল ২ আগস্ট বুধবার।

এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৫২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পাগলা কুকুরের কামড়ে দুই দিনে নারী-শিশুসহ আহত ২৭
পরবর্তী নিবন্ধ৪১তম বিসিএসে নিয়োগ পাচ্ছেন ২৫২০ জন