ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম রাকিব হোসেন (১৮)।
তার বাড়ি কুমিল্লা জেলায়। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৬৬ জন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে গতকাল শনিবারও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই কিশোর গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। আর তার মৃত্যু হয় গতকাল ১৬ সেপ্টেম্বর।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, “ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩ জন।”