চট্টগ্রামে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে যা চলতি বছর এক দিনে এই রোগে সর্বাধিক মৃত্যু।

আজ সোমবার (১৪ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন ডেঙ্গুতে মারা যান। তাদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ।

তাদের মধ্যে নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া (৫৫) বেসরকারি সিএসসিআর হাসপাতালে, মুরাদপুরের বাসিন্দা সানজিদা আক্তার (৩৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাউজান উপজেলার গহিরার বাসিন্দা সিতারা জাহান (৫৩) সিএসসিআর হাসপাতালে মারা যান।

এনিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনে ডেঙ্গুতে জেলায় ১১ জনের মৃত্যু হলো। চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছে। তাদের মধ্যে গত জুলাই মাসে ১৬ জনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ১৫ জন শিশু, ১২ জন নারী এবং ৯ জন পুরুষ।

শেষ ২৪ ঘণ্টায় জেলায় ৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৪১৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে নগরীর বাসিন্দা ২৮৮৫ জন। আর উপজেলাগুলোর বাসিন্দা ১২৬০ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সীতাকুণ্ডে ৫১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলার হাসপাতালগুলোতে ২৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন যাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে সড়ক দুঘর্টনায় নিহত ১
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন