চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, আক্রান্ত ১২৪

আজাদী অনলাইন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ অপরাহ্ণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১৮ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় এ খবর দেয়ার পাশাপাশি জানিয়েছে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৪ জন।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জনের মধ্যে নগরীর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৮ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫০৮ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারফুদ্দিন চৌধুরী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়।

এনিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ২০ জন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ থেকে পরীক্ষামূলক সেন্টমার্টিন গেল এমবি বার আউলিয়া
পরবর্তী নিবন্ধআরসার দুই শীর্ষ সন্ত্রাসীসহ আটক ৪, অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরীর বিস্ফোরক দ্রব্য উদ্ধার