চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ১১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ১০ মাস বয়সী রাজশ্রী ধর ও আরেকজন ৩৫ বছর বয়সী ইলিয়ানা হক।

দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ দুই মৃত্যু নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেল ২০ জন।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে সোমবারও দুইজনের মৃত্যু হয় ডেঙ্গুতে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে রাজশ্রী ধরকে চমেক হাসপাতালে গত ১৫ জুলাই ভর্তি করা হয়েছিল। ১৭ জুলাই তার মৃত্যু হয়।

অন্যদিকে, ইলিয়ানা হক চমেক হাসপাতালে ভর্তি হন ১৭ জুলাই। আর ওইদিনই তিনি মারা যান।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১০১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৫ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬৫ জন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে আশুরা ২৯ জুলাই
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা