চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বারসহ ট্রলিম্যান আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ২:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ট্রলিম্যানের কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উক্ত ট্রলিম্যান দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এনএসআই টিম এবং এপিবিএন যৌথভাবে অভিযান চালিয়ে ট্রলিম্যান মোহাম্মদ ইসমাইলকে প্রায় আধা কেজি স্বর্ণের বারসহ আটক করে।

আজ শনিবার(২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

তার গ্রামের বাড়ি হাটহাজারীর মিরের হাট বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের দাম ২০ লাখ টাকারও বেশি বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৩ মামলা, আটক ৬