চট্টগ্রাম-১০ এলাকায় ব্যাংক বন্ধ আজ

উপ-নির্বাচন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জুলাই, ২০২৩ at ১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আজ রবিবার (৩০ জুলাই) নগরীর ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অভ অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে ৩০ জুলাই তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফশিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-১০ উপনির্বাচন : ১৫৬৩ ক্যামেরায় পর্যবেক্ষণ ইসির