কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে আব্দুল আজিজ(২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, নিহত যুবক আজিজ একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল। সে প্রায় সময় সশস্ত্র অবস্থায় চলাফেরা করত। এলাকায় তার সঙ্গে অনেকের বিরোধ ছিল।
কক্সবাবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মুনীর-উল গীয়াস বলেন, “নিহত আবদুল আজিজের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে কক্সবাজার সদর থানায় মামলা রয়েছে। এলাকায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার বিরোধ রয়েছে বলে তার পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে।”
ওসি জানান, তার একটি নিজস্ব গ্রুপও রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করতে পারে। এ বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত হত্যাকাণ্ডেরও সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার ব্যাপারে পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।