ঢাকা থেকে ‘অপহৃত’ এক তরুণীকে ৬ দিন পর কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র্যাব। আজ সোমবার (২৭ মার্চ) দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত যুবককেও গ্রেফতার করে র্যাব।
উদ্ধার তরুণী (১৮) ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা এবং গ্রেফতার যুবক আরাফাত হোসেন রুবাই (২২) গাজীপুর জেলার টঙ্গী থানার নিসাদ নগর এলাকার আকতার হোসেনের ছেলে।
উদ্ধার তরুণী ঢাকার বিএন কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এএইচএসসি পাশ করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকা থেকে ওই তরুণী ‘অপহৃত’ হন। এ ঘটনার দুই দিন পর তরুণীর ভাই নয়ন শেখ বাদী হয়ে আরাফাত হোসেন রুবাইকে প্রধান আসামী করে পল্লবী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ঘটনাটি অবহিত হওয়ার পর র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক হোটেলে ‘অপহৃত’ তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করছে মর্মে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে হোটেল কক্ষে কৌশলে ‘জিম্মি’ করে রাখা অবস্থায় ওই তরুণীকে উদ্ধার এবং ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা মো. শামসুল আলম খান।