ব্রাজিলের পতাকা লাগাতে পাইপ বেয়ে উঠতে গিয়ে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১১:২০ অপরাহ্ণ

আসছে বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের পতাকা লাগাতে গিয়ে ছাদ থেকে পড়ে মোহাম্মদ মুসা (১৫) নামের এক ব্রাজিল সমর্থক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর) বিকাল ৫টায় কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মোহাম্মদ মুসা কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছড়া এলাকার নুরুল হকের ছেলে ও কক্সবাজার সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মৃতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, কিশোর মুসা আসছে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের সমর্থক ছিল। সোমবার বিকালে মুসা আরও কয়েকজন ব্রাজিল সমর্থক বন্ধু মিলে স্থানীয় একটি বহুতল ভবনে প্রিয় দলের পতাকা লাগাতে গিয়ে একটি ৫ তলা ভবনের তিন তলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

মুসার বড় ভাই ফারুক আহমেদ বলেন, “বিকালে এক প্রতিবেশীর বহুতল ভবনের ছাদে বিশ্বকাপ ফুটবলের প্রিয় দল ব্রাজিলের পতাকা লাগাতে যায় মুসা সহ আরও কয়েকজন বন্ধু। উপরে উঠার সিঁড়ি বন্ধ থাকায় মুসা ও আরেক বন্ধু ভবনটির পানি সঞ্চালনের পাইপ বেয়ে তিন তলা পর্যন্ত পৌঁছে কিন্তু আকস্মিকভাবে মুসা তিন তলার পাইপ থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মুসার স্বজনরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জানিয়ে বিনা ময়নাতদন্তে তাদের কাছে মরদেহ হস্তান্তরের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি মঞ্জুর করেছেন। এরপর রাতে মুসার মরদেহ হস্তান্তর করা হয়।”

পূর্ববর্তী নিবন্ধআকুর বিল দিয়ে কমল রিজার্ভ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা