কক্সবাজারে দায়ের কোপে আহত যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৮ অপরাহ্ণ

কক্সবাজার শহরতলীর সন্ত্রাস কবলিত লিংকরোডে দায়ের কোপে আহত নুরুল আবছার (৩৮) নামের এক যুবক ৮ দিন ধরে হাসপাতালে পাঞ্জা লড়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নুরুল আবছার কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডের বিসিক এলাকার মোকতার আহমদের ছেলে।

ঘটনার কথা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে নুরুল আবছারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এখন হত্যা প্রচেষ্টার মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।”

এ ঘটনায় নিহতের বড় ভাই শাহনেওয়াজ বাদী হয়ে আবদুল খালেক, সাদ্দাম, রায়হান, সালাহ উদ্দিন, ইরফান, খায়রুল আমিন, শামসুসহ ১৫ জনের নাম উল্লেখ করে ২০ জনের নামে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, লিংক রোড এলাকায় সরকারি জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিয়াকত বাহিনী ও খালেক বাহিনী নামের দু’টি বাহিনী রয়েছে। এ দুই বাহিনীর সদস্যদের মধ্যে মাঝেমধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

এ নিয়ে বাহিনী দু’টির সদসদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ লিয়াকত-কুদরত বাহিনীর সদস্যরা খালেক বাহিনীর সদস্য নুরুল আবছারের ওপর হামলা চালায়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী‌তে জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে স্ক্যাভেটর-ডাম্পার জব্দ
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনের সেই শিক্ষক এবার বরখাস্ত