কক্সবাজার শহরে আজও এক যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ১০:২৪ অপরাহ্ণ

কক্সবাজার শহরে আজ শনিবার (২৪ জুন) দুপুরে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগান থেকে উদ্ধার হয় মরদেহটি। মরদেহটি এবায়দুল্লাহ (২০) নামের এক যুবকের বলে শনাক্ত করা হয়েছে।

নিহত এবায়দুল্লাহ শহরের নয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন শিক্ষার্থী এবং পাশাপাশি সমুদ্র্র সৈকতে চেয়ারের ব্যবসায়ও সম্পৃক্ত বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগানে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় তার শরীর ছিল খালি। তার গলায় পেঁচানো ছিল রশি। এছাড়া তার শরীরে জখমের চিহ্নও পাওয়া গেছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করার পর গলায় রশি দিয়ে ফাঁস দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবারও খুরুশকুল থেকে আবদুল আজিজ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহত আব্দুল আজিজ শহরের পাহাড়তলী এলাকার কেফায়েত উল্লাহর ছেলে এবং পেশায় একজন টমটম চালক। তাকেও একই কায়দায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশ কি পাকিস্তান হবে নাকি এগিয়ে যাবে সেই ফয়সালা হবে আগামী নির্বাচনে
পরবর্তী নিবন্ধপ্রিগোজিনের ‘ইউ টার্ন’