পুলিশের হাতে গ্রেফতার ছোট ভাইকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে গ্রেফতার হলেন বড় ভাইও। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও থানায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ছোট ভাই রিংকু দত্ত ও বড় ভাই টিংকু দত্ত ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাসিনা পাহাড় এলাকার বাসু দত্তের ছেলে এবং পেশায় স্বর্ণ ব্যবসায়ী। একটি মারামারি মামলায় তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল বলে জানায় পুলিশ।
ঈদগাঁও থানার এসআই শফিকুর রহমান জানান, একটি সিআর মামলার ওয়ারেন্ট তামিল করতে ঈদগাঁও বাজারের স্কুল গেইট এলাকা থেকে রিংকু দত্তকে গ্রেফতার করে থানায় আনার পর তাকে ছাড়িয়ে নিতে তদবিরে আসেন বড় ভাই টিংকু দত্ত কিন্তু মামলার ২নং আসামী হিসাবে টিংকু দত্তের বিরুদ্ধেও আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট-কমেন্ট করা নিয়ে গত ৩০ মার্চ ঈদগাঁও বাজারের স্বর্ণ ব্যবসায়ী রিংকু এবং স্বর্ণের কারিগর অপু ধরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে রিংকু দত্ত ও টিংকু দত্তসহ তাদের আরো কয়েকজন সহযোগী অপু ধরের কারখানায় গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় স্বর্ণ কারিগর অপু ধর বাদী হয়ে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ঈদগাঁও) একটি সিআর মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় ঈদগাঁও স্বর্ণ শিল্প কারিগরি সমিতিকে। পরে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।