কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
নিহত ৪০ বছরের মোহাম্মদ সুমন ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে মাসুম বিল্লাহ বলেন, “গতকাল সোমবার ঢাকা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ সুমন। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন এক আবাসিক হোটেলে উঠেন। আজ মঙ্গলবার দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোহাম্মদ সুমন সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যান মোহাম্মদ সুমন।”
তিনি বলেন, “বিষয়টি সুমনের স্ত্রী সৈকতের লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করলে তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মীরা জেটস্কির সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষাবস্থায় তাকে উদ্ধার করেন তারা। অ্যাম্বুলেন্সে করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক মোহাম্মদ সুমনকে মৃত ঘোষণা করেন।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মো. মাসুম বিল্লাহ।