কক্সবাজার শহরের উপকূলবর্তী বঙ্গোপসাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ(২৪)-এর মরদেহ দুই দিন পর আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার শহরের নূনিয়ারছড়াস্থ বাকঁখালী নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোহাম্মদ আক্কাসের ছেলে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সাগরে গোসল করার সময় আকস্মিকভাবে স্রোতের টানে ভেসে যান তিনি।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পর্যটক হিমেল আহমেদ তিন বন্ধু মিলে সাগরে গোসল করার সময় ঢেউয়ের তোড়ে দুই বন্ধু সহ ডুবে যান। খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে পারলেও হিমেল নিখোঁজ ছিলেন।
একইদিন দুপুরে সাগরের একই পয়েন্টে গোসল করার সময় চট্টগ্রামের এক পর্যটক মারা যান।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত পর্যটক হিমেল আহমদের মরদেহ আজ বৃহস্পতিবার রাতে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ নিয়ে রাতেই তারা গাজীপুরের কালিয়াকৈর এর উদ্দেশে রওয়ানা দেন।