কক্সবাজারে ২ দিন পর পাওয়া গেল সেই কলেজ ছাত্রের লাশ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ১:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে সোমবার নিখোঁজ পর্যটক কলেজ শিক্ষার্থীর মরদেহ আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট থেকে সৈকত থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও বীচকর্মীরা তার মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গত সোমবার (১৫ আগস্ট) বেলা দুইটার দিকে শহরের কলাতলী সৈকতে গোসল করার সময় ¯্রােতের টানে হারিয়ে যান গাজীপুর মেট্রোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী মারুফ (১৮)। তিনি গাজীপুরের কাপাসিয়া ফুলবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে। এঘটনায় শাওন নামের আরেক কলেজ শিক্ষার্থীকেও মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে জানান বীচকর্মীরা।

স্থানীয় বীচকর্মী মাহবুব আলম জানান, বুধবার দুপুরে স্থানীয়রা সাগরে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও বীচকর্মীদের খবর দেয়। এরপর জেটস্কি যোগে সাগর থেকে লাশটি টেনে কুলে এনে ্এ্্যাম্বুলেন্সযোগে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কক্সবাজার রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, কলেজ শিক্ষার্থী মারুফের মরদেহ গ্রহণের জন্য তার আত্মীয়স্বজন কক্সবাজারে এসেছেন। এবিষয়ে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৫ জঙ্গির ফাঁসির আদেশ
পরবর্তী নিবন্ধসাজেকে কলাবোঝাই জিপ উল্টে নিহত ২