কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ১০:২৫ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভিরুল হক তানিম(১৪) নামের এক শিক্ষার্থী মারা গেছে।

আজ সোমবার(৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের লাবণী পয়েন্ট সৈকতে এই ঘটনা ঘটে। এ সময় মূমুর্ষূ অবস্থায় অপর ছাত্রকে উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।

নিহত তানিম কক্সবাজার বায়তুশ শরফ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং শহরতলীর বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে।

এ সময় মুমূর্ষু অবস্থায় উদ্ধার মাহিম উত্তরণ মডেল স্কুলের ছাত্র এবং শহরের জেল গেইট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে।

কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, আজ সোমবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে স্কুল পড়ুয়া ৬ বন্ধু মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে ফুটবল খেলার পর টিউব নিয়ে সাগরে গোসল করতে নামে। এক পর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে।

এসময় তাদের চিৎকার শুনে লাইফ গার্ড কর্মীরা তাৎক্ষণিক জেট স্কি ও রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করেন।

অপরজনের খোঁজে আশেপাশের এলাকায় ৪০ মিনিট ধরে সন্ধান চালানোর পর পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ স্কুল ছাত্রকে পাওয়া যায়। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিএম ডিপো থেকে আরো একজনের দেহাবশেষ উদ্ধার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ আটক ৭