পর্যটন নগরীতে ছুরিকাঘাতে পর্যটকের মোবাইল-টাকা ছিনতাই

ডিবির অভিযানে ৫ ছিনতাইকারী আটক: মালামাল উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৮:৩৪ অপরাহ্ণ

কক্সবাজার পর্যটন এলাকায় দুই পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শনিবার সাড়ে রাত ৮টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশ্র্ববর্তী সৈকত-সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে জেলা পুলিশ (ডিবি) সদস্যরা।

আটককৃতরা হলো কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকার মো. বেলালের ছেলে আশরাফ উদ্দিন আরিফ, শহরের টেকপাড়া এলাকার মো. ফরিদের ছেলে ইরফান ফারদিন প্রকাশ ইরফান মাহমুদ, শহরের মধ্যম বাহারছড়া এলাকার এমএ বাদশা প্রকাশ ভূয়া ইঞ্জিনিয়ার বাদশা’র ছেলে তাসনিমুল হাসান নাবিল, মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. সাঈদ, নাছির উদ্দিনের ছেলে মো. আবরার উদ্দিন।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে শুভ দে ও মো. আতিক হাসান নামের দুই পর্যটক কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশ্র্ববর্তী সৈকত-সংযোগ সড়ক দিয়ে সৈকতে যাচ্ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী এসে দুইজনের গতিরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা দুই পর্যটককে ছুরিকাঘাত করে দু’টি মোবাইল ফোন সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবহিত করা হলে শনিবার রাতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে আটক ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার ধামরাই সূয়াপুর এলাকার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ৯০ জনের একটি দল গত ১৬ মার্চ কক্সবাজারে বেড়াতে আসে। তাদের মধ্যে শুভ দে ও মো. আতিক হাসান নামের দুই বন্ধু গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পর্যটন এলাকায় ঘোরাঘুরি করার সময় ছিনতাইয়ের শিকার হন।

এসময় ছুরিকাঘাতে আহত পর্যটক আতিক হাসান কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, ঘটনার পর শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি, দু’টি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শুভ দে’র পিতা স্বাগতম চন্দ্র দে বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরহমত উল্লাহ বাটপার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৫ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা