কক্সবাজার থেকে বাসযোগে ঢাকায় যাওয়ার পথে সাড়ে সাত শতাধিক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। তারপর সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে কলাতলী এলাকার বাইপাস সড়কের পাশ থেকে ১৯টি বাসে ঢাকায় যাত্রা করার সময় এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
ওসি জানান, আটকরা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে কক্সবাজার আদর্শ গ্রাম বাইতুল নূর আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এরপর ১৯টি বাসে তারা ঢাকার উদ্দেশে যাত্রার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
আটক রোহিঙ্গারা জানিয়েছে দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমার উদ্দেশে যাওয়ার জন্য তারা এসেছে। পরে বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সঙ্গে যোগাযোগ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকার পর রোহিঙ্গারা কীভাবে ক্যাম্প থেকে বের হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। রোহিঙ্গাদের উখিয়ার ট্রানজিট ক্যাম্পে রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।