বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে হাসিরপাত্রে পরিণত হওয়া সেই জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
একটি মারামারির মামলায় আজ শুক্রবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি দল।
মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা জগদীশ কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে। তিনি সদ্য সমাপ্ত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে মাত্র ৯টি ভোট পান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল গালমন্দ করে বেশ আলোচনায় এসেছিলেন।
জেলা পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিয়ে হাসিরপাত্রে পরিণত হন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সেলিম উদ্দিন জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”
স্থানীয়রা জানান, ভোট পাগল জগদীশ বড়ুয়া পার্থ ইত:পূর্বে জাতীয় সংসদসহ স্থানীয় বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন। তবে জেলা পরিষদের মতোই প্রতিটি নির্বাচনেই তিনি জামানত হারান। সর্বশেষ তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।