কক্সবাজারে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত এবং স্ত্রী আহত হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত জামাতা হাকিম উল্লাহকে (৩৫) গ্রেফতার করেছে।

নিহত আজিজুল হক (৫৫) ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। আহত সোনিয়া আক্তার (২০) নিহতের মেয়ে এবং অভিযুক্ত ঘাতক হাকিম উল্লাহর স্ত্রী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাকিম উল্লাহ শ্বশুরের পরিত্যক্ত খালি জায়গায় অস্থায়ী ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন। কয়েকদিন আগে তার স্ত্রী জমজ সন্তান প্রসব করেন কিন্তু জন্মের তিন দিন পর এক সন্তান মারা যায় এবং শুক্রবার সকালে অপর সন্তানটিরও মৃত্যু হয়। এরপর দুপুরে নাতির মৃত্যুর খরব শুনে আজিজুল হক মেয়ের বাড়িতে গেলে জায়গা-জমি নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর-জামাতার মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

এক পর্যায়ে শ্বশুরকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে জামাতা হাকিম উল্লাহ। এতে বাধা দিতে গেলে স্ত্রী সোনিয়া আক্তারকেও মারধর করা হয়।

তিনি জানান, স্থানীয় লোকজন আহত আজিজুল হক ও সোনিয়া আক্তারকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল হককে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা হাকিম উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা