নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের মূল্য ঘষামাজা করা, মূল্য তালিকা না থাকা ও টিসিবি’র পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগে কক্সবাজার শহরের বড় বাজার এলাকার হক এন্ড ব্রাদার্স ও উদয়ন ট্রেডার্স নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার(১৬ আগস্ট) দুপুরে বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন এই জরিমানা করেন।
সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন জানান, অভিযানে হক এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স উদয়ন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।












