বখাটের হাত থেকে বোনকে বাঁচানোর ভাইয়ের চেষ্টার ভিডিও ভাইরাল

আটক দুই

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১২ জুন, ২০২২ at ১০:২৫ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বখাটের হাত থেকে বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে বেদম মারধরের শিকার হয়েছে তার ভাই।

গত ৩১ মে বিকালে সংঘটিত এ ঘটনাটির একটি ভিডিও শনিবার রাতে (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এরপরই আজ রবিবার(১২ জুন) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত দুই বখাটে তরুণকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো খুরুশকুল মনুপাড়ার নুরুল আলমের ছেলে রায়হান(২০) ও কুলিয়া পাড়ার নুরুন্নবীর ছেলে আরমান(২০)। তবে এই ঘটনার প্রধান হোতা মো. জামাল ওরফে জামাইল্যাকে এখনও ধরতে পারেনি পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বখাটেরা এক তরুণীকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বোনকে রক্ষায় এগিয়ে আসেন ওই তরুণীর ভাই আব্দুল মোনাফ।

তিনি বখাটেদের কাছ থেকে বোনের ইজ্জত রক্ষা করতে পারলেও তাদের বেধড়ক মারধরের কবল থেকে বাঁচতে পারেননি। বখাটেরা দীর্ঘক্ষণ ধরে ভাইবোনকে মারধর করে।

ঘটনাটি ঘটে কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউপির আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মনুপাড়া এলাকায়।

বোনকে বাঁচাতে গিয়ে পিটুনির শিকার ভাই

এরপর গতকাল শনিবার রাতে (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়।

এরপরই আজ রবিবার ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত রায়হান ও আরমান নামের দুই বখাটে তরুণকে গ্রেফতার করেছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মুনির উল গিয়াস।

ঘটনার ভুক্তভোগী আব্দুল মোনাফ বলেন, “গত ৩১ মে মঙ্গলবার আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত আমাদের ফ্ল্যাট থেকে বের হয়ে আমার বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা আমার বোনকে কু-প্রস্তাব দেয় এবং নোংরা ভাষায় কটূক্তি করে। আমার বোন নীরবে বাড়ি ফিরে আসতে চাইলেও বখাটেরা বার বার তার পথ আটকায়। আমি আশ্রয়ণ প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি। এরপর আমি তাদেরকে ঘটনার কারণ জানতে চাইলে তারা আমার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরে তাকে রক্ষার চেষ্টা করি। এ অবস্থায় তারা আমাকে নির্দয়ভাবে পেটায়। তাদের দফায় দফায় মারধরের এক পর্যায়ে আমরা মাটিতে পড়ে যাই। এরপরও তারা আমাকে মারধর করতে থাকে।”

মোনাফ আরো জানান, সেদিন আহত অবস্থায় তিনি হাসপাতালে যান এবং পরে থানায় অভিযোগও দেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

এদিকে, কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গিয়াস জানান, শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে আরমান ও রায়হান নামে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, সেখানে বসবাসকারী স্কুলছাত্রী ও তরুণীরা স্থানীয় কিছু বখাটের হাতে প্রায়ই ইভটিজিং সহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের থানচিতে ডায়রিয়ায় ৪ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধতদন্তকাজে আরও ৫ কর্মদিবস সময় প্রার্থনা