কক্সবাজার শহরের উপকূলবর্তী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির সময় সাগরে নিক্ষিপ্ত চার জেলের মধ্যে ৩০ ঘণ্টা পর দেলোয়ার হোসেন নামের এক জেলেকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তাকে সাগর থেকে ট্রলারযোগে কক্সবাজারে আনার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি জানান, উদ্ধার জেলে দেলোয়ার হোসেনের বাড়ি খুরুশকুলে। তাকে সাগরে ভাসমান অবস্থায় বাঁশখালীর একটি বোট উদ্ধার করে এবং চৌফলদণ্ডীর একটি বোটের সহায়তায় কক্সবাজার শহরে পাঠিয়ে দেয়। এই ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলেরা হলেন অলি আহমদ, মো. আনিস ও মো. জিয়া। তারা সকলেই সদর উপজেলার খুরুশকূলের বাসিন্দা।
দেলোয়ার হোসেন বলেন, “শুক্রবার মধ্যরাতে কক্সবাজার শহরের কলাতলী উপকূল থেকে ১০ কিলোমিটার পশ্চিমে সাগরের ১৪ বিউ (১৪ মিটার গভীরতাসম্পন্ন সাগর) নামক এলাকায় মাছ ধরার সময় খুরুশকুলের জকরিয়ার মালিকানাধীন এফবি হাসানসহ চারটি ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা ট্রলারগুলোর মাছ, জালসহ সবকিছু লুট করে নেয়। এসময় ডাকাতদের বাধা দিলে তারা এফবি হাসানের চার জেলেকে সাগরে ফেলে দেয়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিল।”