কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূকম্পন

আজাদী অনলাইন | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৮ অপরাহ্ণ

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ভূমিকম্পে কেঁপে উঠে পর্যটন শহর কক্সবাজার।

বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান।

তিনি বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।”

তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশীর পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধএবার হটপটে রান্না করা মাংসের ভিতর ইয়াবা