কক্সবাজারে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যৃ হয়েছে।
গতকাল শনিবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আবছার নামের (২৭) নামের ওই রোগী। তার বাড়ি টেকনাফের জালিয়াপাড়ায় বলে জানা গেছে।
এনিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ জন ডেঙ্গু রোগী মারা গেছেন যাদের মধ্যে ২২ জনই রোহিঙ্গা বলে জানান সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান শনিবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আজ রবিবার রাত ৯টা পর্যন্ত এ হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কক্সবাজারে চলতি ২০২২ সালের জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে মিয়ানমারের নাগরিক ১২ হাজার ৬৫৪ জন এবং স্থানীয় ৭৪১ জন।