কক্সবাজারে পর্যটককে ‘টর্চার সেলে’ বন্দী রেখে মুক্তিপণ আদায়: গ্রেফতার আরো ২

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজারে দুই পর্যটককে অপহরণের পর ‘টর্চার সেলে’ বন্দী রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের পর্যটন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

গ্রেফতাররা হলো কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাশিয়াখালী উত্তর পাড়ার নুর আজিজের ছেলে মো. আশিক (২৬) ও একই এলাকার সিকদার পাড়ার মৃত মনসুর আলীর ছেলে মোবারক আলী (৩০)।

এর আগে গ্রেফতার করা হয় মোহাম্মদ রুবেল (৩১) ও মো. সালাউদ্দিন (৩৫) নামের দুই আসামিকে। তারা দু’জনই ঘটনাস্থল সী পার্ল-১ নামের আবাসিক হোটেলের কর্মচারী।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে নেওয়াজ নাছির ও নুরুল আইয়ুব নামের দুই পর্যটক মোটরসাইকেল যোগে কক্সবাজার বেড়াতে আসেন।

ওইদিন বিকালে চট্টগ্রামে ফেরার পথে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে নেওয়াজ নাছিরকে এবং ঈদগাঁও সদর স্টেশন এলাকা থেকে নুরুল আইয়ুবকে পুলিশ পরিচয়ে অপহরণ করে সংঘবদ্ধ দুর্বৃত্ত দলের সদস্যরা। এসময় তাদের মোটরসাইকেল দু’টিও লুট করা হয়।

এরপর দুই পর্যটককে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সী পার্ল-১ নামের এপার্টমেন্টের ৫-সি নম্বর ফ্ল্যাটে আটকে রেখে মুক্তিপণের দাবিতে শারীরিক নির্যাতন চালায়।

তারা পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানাকে মোবাইল ফোনে কল দিয়ে বিকাশের মাধ্যমে আদায় করে ১ লাখ ৯০ হাজার টাকা। পরে পর্যটকদের হোটেল কক্ষে তালাবদ্ধ রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নাসরিন সুলতানা বিষয়টি ৯৯৯ নম্বর ফোন করে পুলিশকে জানালে ট্যুরিস্ট পুলিশের একটি দল গত সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ২টায় অভিযান চালিয়ে হোটেল সী পার্ল-১ এর একটি কক্ষ থেকে জিম্মি অবস্থায় দুই পর্যটককে উদ্ধার করে।

এ ঘটনায় হোটেলটির দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ভুক্তভোগী পর্যটকদের দুইটি মোটরসাইকেল।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী পর্যটক নুরুল আইয়ুব বাদী হয়ে ৮ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর অন্য আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ।

তিনি জানান, ঘটনাস্থল থেকে গ্রেফতার আসামি মোহাম্মদ রুবেল ও মো. সালাউদ্দিনের দেওয়া তথ্য মতে পুলিশ রাতে অভিযান চালিয়ে হোটেল-মোটেল জোনের দ্যা কক্স টুডে-এর গলি থেকে মো. আশিক ও মোবারক আলী নামের এজাহারভুক্ত আরো দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা ঘটনায় জড়িত থাকার ব্যাপারে পুলিশকে স্বীকারোক্তি দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিখোঁজের এক মাস পর বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিএসএফের ধাওয়ায় ফেনী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার