কক্সবাজারে প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় প্রেমিক কারাগারে

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৮:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে প্রেমিকার করা পর্নোগ্রাফি মামলায় মোহাম্মদ ইউনুছ নামের প্রেমিককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঈদগাঁও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর আজ শুক্রবার(২৬ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গ্রেফতার প্রেমিক মোহাম্মদ ইউনুছ রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের ফকির মোহাম্মদের ছেলে। পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে ইউনুছের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালে প্রেমিক যুবক সুকৌশলে প্রেমিকা মহিলাটির নানা ছবি ও ভিডিও ধারণ করে রাখে কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে ইউনুছ সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনাটি জানতে পেরে সেই প্রেমিকা গতকাল বৃহস্পতিবার(২৫ আগস্ট) বিকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় প্রেমিক ইউনুছকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল হালিম জানান, মামলার পর পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে এবং
দ্রুতগতিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে এএসপি-ওসিসহ আহত ৩০
পরবর্তী নিবন্ধফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা