কক্সবাজারে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ১০:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারে বাসের ধাক্কায় মো. হোসেন সোয়াত (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ রবিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের শহরতলীর বাংলাবাজার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাংলাবাজার স্টেশনে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান কলেজ ছাত্র সোয়াত।

এই ঘটনায় আরো চারজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গীয়াস জানান, বাসের ধাক্কায় নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১১ মামলায় ৫৭ হাজার টাকা অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধ২৪নং ওয়ার্ড যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ