কক্সবাজার-হিমছড়ি মেরিন ড্রাইভে একটি পর্যটকবাহী মোটরসাইকেলের ধাক্কায় সিএনজিযাত্রী এক শিশু নিহত হয়েছে।
আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে দরিয়ানগর ব্রীজের উত্তরপাশে মোটর সাইকেলের ধাক্কায় শিশুটি আহত হলে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু আবদুল কাইয়ুম (৫) ঈদগাঁও থানার জুমনগর গ্রামের ৫নং ওয়ার্ডর আবদুল আজিজ ও জান্নাতুল ফেরদৌসের ছেলে।
এই দূর্ঘটনায় শিশুটির মা জান্নাতুল ফেরদৌসও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক শিলু বিকাশ বড়ুুয়া।
তিনি জানান,নিহত শিশুটি শুক্রবার মায়ের সাথে দরিয়ানগর বড়ছড়ায় আত্মীয় বাড়ীতে বেড়াতে গিয়েছিল। আজ সিএনজিযোগে দরিয়ানগর থেকে কলাতলী আসার পথে দরিয়ানগর ব্রীজের উত্তরপাশে হিমছড়িগামী দ্রুতগামী একটি মোটরসাইকেল পাশ থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সাড়ে ৫ বছর বয়সী শিশুটি গুরুতর আহত হয়। ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১০টার দিকে শিশুটির মৃত্যু হয়।