কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় তিন মিয়ানমার নাগরিকসহ চার আসামীকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় ঘোষণা করে বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল ও বদি আলম।
মামলার নথির বরাত দিয়ে পিপি ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ২৭ আগস্ট ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বঙ্গোপসাগর তীরবর্তী দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী হয়ে গ্রেফতার আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করেন।
২০১৮ সালের ১৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৯ সালের ৯ মে আদালত মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এরপর মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ বুধবার রায় ঘোষণা করা হয়।
বিচারক ৪ আসামীকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আসামীদেরকে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল আলম।