এজলাস কক্ষে ভিডিওধারণ করে ১ ঘণ্টা দাঁড়িয়ে শাস্তি

আজাদী অনলাইন | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ৯:৪৮ অপরাহ্ণ

প্রথম সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম চলাকালে এজলাস কক্ষে ঢুকে ভিডিও ধারণের অপরাধে তৌহিদুল আলম নামে এক যুবককে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।

আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ মোছাম্মৎ ইশরাত জাহান নাসরিনের আদালতে এ ঘটনা ঘটে।
তৌহিদুল আলম, বোয়ালখালীর শাকপুরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আদালতের বেঞ্চ সহকারী নুরুল আলম বলেন, “তৌহিদুল আলম আদালতের বারান্দা থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে করতে এজলাস কক্ষে ঢুকেন। এজলাসের ভেতরে ভিডিও করার সময় আইনজীবীরা তাকে দেখলে মোবাইল ফোন বন্ধ করতে বলেন। তারপরও ওই যুবক ভিডিও ধারণ অব্যাহত রাখেন। আইনজীবীরা মিলে তাকে ধরে আদালতের নজরে আনেন। এ সময় ওই যুবক তার নাম তৌহিদুল আলম এবং নিজেকে এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার পরিচয় দেন। পরে আদালত তার মোবাইল ফোন জব্দের আদেশ দিয়ে তাকে কাঠগড়ায় এনে দাঁড় করানোর নির্দেশ দেয়।”

তিনি বলেন, “পরে ভিডিও ধারণের জন্য লিখিতভাবে ভুল স্বীকার করেন তৌহিদুল এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য আদালত তাকে সতর্ক করে। আদালতের নির্দেশে ধারণ করা ভিডিও মোবাইল ফোন থেকে মুছে ফেলা হয়। তারপর মোবাইল ফোনটি ফেরত দিয়ে বিচারক তাকে আদালত ত্যাগের নির্দেশ দেন।”

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনালেন পটিয়ার প্রতিবন্ধী শিল্পী
পরবর্তী নিবন্ধকক্সবাজার বঙ্গোপসাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ