করোনা রোগী বাড়ছেই

নতুন শনাক্ত ১,৩১৯

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ৬:০৫ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ধারায় গত একদিনে আরো ১,৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার(২৩ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ১,৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৩০ শতাংশ।

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট কমে আসার পর শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দশের নিচেও নেমেছিল। মাঝে ২০ দিন কোভিডে কারও মৃত্যুও হয়নি।

কিন্তু জুন মাসের শুরু থেকে আবারও সংক্রমণ বাড়ছে প্রতিদিন। গত চারদিন ধরে মৃত্যুর সংবাদও আসছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাস।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৭ জন কোভিড রোগী। তাদের নিয়ে মোট ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন সেরে উঠলেন কোভিড থেকে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার সাত দিন পর কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধসিআইইউর ল উৎসবে ভবিষ্যৎ আইনজীবীদের ভিড়