করোনায় একদিনে কমেছে শনাক্ত-মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৫:২৬ অপরাহ্ণ

দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা এবং মৃত্যু কিছুটা কমে এলেও বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার(৫ জুলাই) ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৯৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৮৫ রোগী শনাক্ত হয়েছিল।

গত এক দিনে দেশে ৭ জন কোভিড রোগীর মৃত্যুর খবর এসেছে। সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল গত ৫ মার্চের পর সর্বোচ্চ।

আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৭৪ শতাংশ হয়েছে যা গতকাল সোমবার ছিল ১৬ দশমিক ৫১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৪৯৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ১ হাজার ৩৬৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৫টি জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই পুরুষ। তাদের ৬ জন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে যায়। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধইভ্যালির সাবেক এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা