ঈদের পর বেড়েছে শনাক্ত-মৃত্যু

করোনাভাইরাস

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৫:১২ অপরাহ্ণ

ঈদ-উল-আযহার ছুটি শেষে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও আবার বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার(১৪ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করে ১,৩২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের।

আগের দিন ৭ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা হয়েছিল, তাতে ১০২৭ জন নতুন রোগী শনাক্ত হয়, সারা দেশে মৃত্যু হয় ৫ জনের। এক দিনের ব্যবধানে দুই সংখ্যাই বেড়েছে।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৭ ‍জুলাই ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কমে যায়। সেই সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও নেমে আসে হাজারের নিচে। গত তিন দিন ধরে তা আবার বাড়ছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৮৯ শতাংশ, আগের দিন এই হার ১৩ দশমিক ৭৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১,৭৪৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন।

নতুন শনাক্ত ১,৩২৪ জনের মধ্যে ৭২১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৪৭।

গত এক দিনে মারা যাওয়া তিনজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা, বাকি তিনজন ময়মনসিংহ বিভাগের। তাদের চারজন পুরুষ, দুজন নারী।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশয়ের নিচে নামে। কিন্তু গত ২২ মে’র পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৫ কোটি ৯৫ লাখের বেশি।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে জুয়া, পাহাড়তলীতে যুবক ধরা
পরবর্তী নিবন্ধহালদা থেকে আট হাজার মিটার জাল জব্দ