ঈদের পর নমুনা পরীক্ষা বাড়ায় বেড়েছে শনাক্ত

করোনাভাইরাস

আজাদী অনলাইন | বুধবার , ১৩ জুলাই, ২০২২ at ৬:২৯ অপরাহ্ণ

ঈদ-উল-আযহার ছুটি শেষে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় পাঁচ দিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার(১৩ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ১০২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের।

আগের দিন ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করে ৬৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ৩ জনের মৃত্যুর খবর এসেছিল।

সবশেষ গত ৮ জুলাই ১ হাজার ৬১১ জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কমে যায়। সেই সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও নেমে আসে হাজারের নিচে।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৭ ‍জুলাই ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ঈদের পরদিন নমুনা পরীক্ষা চার হাজারের নিচে নেমে গিয়েছিল।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ, আগের দিন এই হার ১৩ দশমিক ৭৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১৫৫৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন।

নতুন শনাক্ত ১০২৭ জনের মধ্যে ৬৫৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৪৭ জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

দেশের ৬৪ জেলার মধ্যে ৯টি এলাকায় গত এক দিনে কারও নমুনা পরীক্ষা করা হয়নি। ঈদের ছুটির আগে দেশের সব জেলাতেই পরীক্ষার জন্য নমুনা আসছিল। ঈদের ছুটির মধ্যে পরিস্থিতি বদলে যায়।

গত এক দিনে মারা যাওয়া চারজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দাম বাকি একজন রংপুরের। তাদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী।

তাদের তিনজনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। আর একজনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এবং একজনের বয়স ৯০ বছরের বেশি ছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্ট পলাতক, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
পরবর্তী নিবন্ধবিক্ষোভ দমাতে সেনাবাহিনীকে নির্দেশ রনিলের