দেশে করোনায় এক দিনে ৩ মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ১০ অক্টোবর, ২০২২ at ৬:৪৩ অপরাহ্ণ

দেশে এক দিনে আরও ৩৬৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে তিনজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করে ৩৬৭ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ। আগের দিন এই হার ৯ দশমিক ৯৪ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩০ হাজার ৯০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৮১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ১৯টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দু’জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের বয়স ছিল ৫০ থেকে ৮০ বছরের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে সীমান্তবাসী
পরবর্তী নিবন্ধমাসার পরিবারকে হত্যার হুমকি