দেশে গত এক দিনে আরও ২৪৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, এই সময়ে কোনো কোভিড রোগীর মৃত্যুর খবর আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে এই ২৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশে। আগের দিন শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ ছিল।
রোববার সারাদেশে ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সেদিনও কারও মৃত্যুর খবর আসেনি।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৩২৩ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৭৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।