দেশে গত এক দিনে ২২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে দু’জনের।
আজ শনিবার(৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আগের ২৪ ঘণ্টার এই তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ১১৯ জন।
আরও দুইজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০৪ জনে।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৫৪৫ জন। তাদের নিয়ে করোনামুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭।
নতুন শনাক্ত ২২০ জনের মধ্যে ১৪৯ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ১৯ জেলাতে গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন রাজশাহী বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
মৃতদের মধ্য একজন পুরুষ এবং একজন নারী। তাদের প্রত্যেকেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।