কমেছে শনাক্তের হার

করোনাভাইরাস

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৫:৫৩ অপরাহ্ণ

দেশে গত একদিনে আরও ৬১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার(২৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করে ৬১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৪ জনের।

গত ২৪ ঘণ্টায় ৮৭২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

নতুন শনাক্ত ৬১৮ জনের মধ্যে ৩০৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে একজন ছিল ঢাকা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন।

তাদের দু’জন পুরুষ, দু’জন নারী। তাদের তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে ২০ হাজার মিটার ঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধকুরিয়ারে ইলেক্ট্রনিক পণ্যের বদলে এলো ৪৭ লাখ টাকার ইয়াবা