দেশে গত একদিনে আরও ৬২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার(২৬ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করে ৬২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮৪ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩২ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।
নতুন শনাক্ত ৬২১ জনের মধ্যে ৩১৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৯ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে দু’জন ছিলেন চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন করোনা। তাদের দু’জন নারী, দু’জন পুরুষ।