চট্টগ্রামে ১৬ করোনা, ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত

আজাদী অনলাইন | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষা করা হয় ৮৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮২ শতাংশ।
আজ রবিবার (৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৬ জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৪৯ জন।

তাদের মধ্যে মহানগর এলাকায় ৯৪ হাজার ১৭০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৯৭৯ জন।

এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৭ জনের মধ্যে ৭৩৭ জন মহানগর এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘন্টায় ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

তবে এসময়ে কারও মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সর্বশেষ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৫ জন ভর্তি হয়েছেন।

চমেক হাসপাতালে সর্বমোট ২৩ জন চিকিৎসাধীন।

ডেঙ্গুতে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৫ জন।

পূর্ববর্তী নিবন্ধজুলুস চলছে
পরবর্তী নিবন্ধসর্বসাকুল্যে ১৩৭ রান বাংলাদেশের