করোনায় আরো ৭ মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৫:৪৯ অপরাহ্ণ

করোনাভাইরাসে দেশে গত এক দিনে সাতজন মারা গেছে, শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার(৮ জুলাই) ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮৯০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।

নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ৯৫৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশে গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে মোট ৫৬টি জেলায়।

পূর্ববর্তী নিবন্ধশিনজো আবে মারা গেছেন
পরবর্তী নিবন্ধচুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ১১ পাখি অবমুক্ত