কনকর্ড ফয়’স লেকে বিজয়ী পর্যটকদের পুরস্কার বিতরণ

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ১:১৫ অপরাহ্ণ

কনকর্ড ফয়’স লেক কমপ্লেক্সে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগত দর্শনার্থী ও পর্যটকদের ভ্রমণ আরও বেশী আনন্দময় করতে আগত দর্শনার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

গতকাল শনিবার (১০ জুন) ওয়াটার-পার্ক সী-ওয়ার্ল্ডে লটারীর মাধ্যমে প্রথম পুরস্কার রেফ্রিজারেটর জিতেন মোঃ রেজাউল, দ্বিতীয় পুরস্কার ব্লুটুথ-স্পীকার মোঃ নূরুল ইসলাম, তৃতীয় পুরস্কার স্মার্টফোন মোঃ আরিফ-উদ্দিন।

লটারির মাধমে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন কনকর্ড ফয়’স লেক-এর মহাব্যবস্থাপক মেজর (অবঃ) এনামুল করিম ও সহকারী মহাব্যবস্থাপক-বিপনণ মনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপংকজ ভট্টাচার্যের আমৃত্যু সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরিয়ে আনা
পরবর্তী নিবন্ধটানা বর্ষণে চবিতে গাছ উপড়ে রাস্তা বন্ধ