Home আজকের পত্রিকা অর্থনীতি ব্যবসা বাণিজ্য ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয়: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয়: সংসদে বাণিজ্যমন্ত্রী

0
ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম সহনীয়: সংসদে বাণিজ্যমন্ত্রী

পণ্যমূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে আজ সংসদে এ কথা জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

এবাদুল করিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২০৩টি দেশে পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৯১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২টি দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। অর্থবছরে রপ্তানির পরিমাণ ৬০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আমদানি হয়েছে ৮২ দশমিক ৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি ২১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার। চীনের সঙ্গে ঘাটতি ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

তিনি জানান, সরকারের প্রচেষ্টায় ১ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে ৮ হাজার ৯৩০টি পণ্য (৯৮%) শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। এর ফলে চীনে রপ্তানি বৃদ্ধি পাবে ও ঘাটতি কমবে।