কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে চট্টগ্রামের কালুরঘাটের ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
এমভি কমলা নামের ফিশিং ট্রলারটি চার দিন ধরে সাগরে ভাসতে ভাসতে আজ মঙ্গলবার দুপুরে মোবাইল নেটওয়ার্কে এলে ট্রলারটির জেলেরা জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চায়।
তারপর কোস্টগার্ডের জাহাজ ‘কুতুবদিয়া’ সাগরে অনুসন্ধান চালিয়ে এসব জেলেকে উদ্ধার করে।
কোস্টগার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি আজ মঙ্গলবার রাত পৌনে ১২টায় এ তথ্য নিশ্চিত করে জানান, এমভি কমলা নামের ফিশিং ট্রলারটি গত ২৫ আগস্ট চট্টগ্রামের কালুরঘাট থেকে ১৯ জেলে নিয়ে সাগরে রওয়ানা দেয়। দুই দিন পর ২৭ আগস্ট ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে। চার দিন ধরে ভাসতে ভাসতে ট্রলারটি আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মোবাইল নেটওয়ার্কে এলে ট্রলারটির জেলেরা জাতীয় হেল্পলাইন ৯৯৯ নম্বরের মাধ্যমে কোস্টগার্ডের সাহায্য চায়।
খবর পেয়ে কোস্টগার্ড জাহাজ ‘কুতুবদিয়া’ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা সাগরে অনুসন্ধান চালিয়ে বিকালে এসব জেলেকে উদ্ধার করে। পরে তাদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে পতেঙ্গা ঘাটের অদূরে ট্রলার মালিকের হাতে তুলে দেওয়া হয়।