বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে অগ্রসর হতে থাকায় উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল রবিবার (১৪ মে) সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে; এরপর প্রয়োজনে তা বাড়ানো হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।
আজ শনিবার (১৩ মে) তিনি বলেন, “উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম রবিবারের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর প্রয়োজন অনুযায়ী সেটা যদি বর্ধিত করা লাগে, তাহলে তা করা হবে। কয়দিন বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত হয়নি। আপাতত রবিবারের সিদ্ধান্ত হয়েছে।”
তিনি জানান, বোর্ড পরীক্ষা বন্ধ রাখার ব্যাপারে আগেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো সিদ্ধান্ত দিয়েছে।
বর্তমানে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় আগামীকাল রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূলে আঘাত হানতে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে কক্সবাজার উপকূলের ছয়শ’ কিলোমিটার দূরে থাকা ঘূর্ণিঝড়টির কেন্দ্রে এখন বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ ১৭০ কিলোমিটার যা ঝড়ো হাওয়ার আকারে ১৯০ কিলোমিটারে উঠছে।
স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণার ব্যাপারে পরিচালক অধ্যাপক শাহেদুল বলেন, “উপকূলীয় যেসব এলাকায় ঝড় আঘাত হানবে সেখানে স্কুলগুলোকে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য আমরা এরই মাঝে নির্দেশ দিয়েছি। তবে যেসব স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র আছে সেগুলো ব্যবহার করা যাবে না। সেখানে তো পরীক্ষার অনেক সরঞ্জাম আছে।”
পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলবে বলেও জানান এই কর্মকর্তা।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় ছয় শিক্ষাবোর্ডের আগামীকাল রবিবার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগের দিন শুক্রবার পাঁচ শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়; শনিবার এ তালিকায় যোগ হয়েছে যশোর শিক্ষা বোর্ড।
ফলে রবিবার ও সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কোনো এসএসসি পরীক্ষা হচ্ছে না।